শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত নকলা-হালুয়াঘাটের সীমানা-ঘেষা কারিগরি শিক্ষাঙ্গনের একটি সুপরিচিত এবং নব্য শিক্ষা প্রতিষ্ঠান নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। ২০২০ খ্রিঃ স্থাপিত এবং ২০২১ খ্রিঃ থেকে চালুকৃত এ প্রতিষ্ঠানটি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী ও মানানসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। চারটি ভিন্ন ট্রেডে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান আছে। ১০০টি উপজেলায় ১টি করে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি শেরপুর জেলার মরিচপুরান ইউনিয়নে পিছলাকুড়ি গ্রামে অবস্থিত। নকলা-হালুয়াঘাট ও নালিতাবাড়ী ৩ টি উপজেলা শহরের মাঝ বরাবর অবস্থিত হওয়ার দরুন প্রত্যেকে উপজেলা থেকে শিক্ষার্থী আসতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস